রাঙামাটিতে বর্ষবরণে মাতোয়ারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জনগণ

fec-image

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ এখনো গ্রামে গ্রামে বৈসাবি উৎসব পালন করছে। এই উৎসবকে ঘিরে চলছে এখনো আনন্দ, উল্লাস। বৈসাবীর এই আনন্দ পাহাড়ী বাঙ্গালী সকল সম্প্রদায়ের মাঝে যেন সম্প্রীতির মেইল বন্ধন রচিত হচ্ছে।

শনিবার (২৩এপ্রিল) দুপুরে জেলা শহরের আসামবস্তী ধর্মচক্র বৌদ্ধ বিহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির তরুণ-তরুণীদের উদ্যোগে জলোৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে আনন্দ উল্লাসে মেতে উঠে মারমা সম্প্রদায়ের মানুষ। সকাল থেকে জড়ো হতে থাকে আসামবস্তী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে।ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষের পাশাপাশি এখানে সকল সম্প্রদায়ের মানুষ যোগ দেয়।

অনুষ্ঠান উদ্বোধনের পরপর মারমা তরুণ-তরুণীরা একে অন্যার গায়ে পানি ছিটানোর মধ্যে দিয়ে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানায়। পরে মারমা শিল্পী গোষ্ঠীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসাস) কেন্দ্রীয় নেতা মিন্টু মারমাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন