রাঙামাটিতে বিজিবি’র উদ্যোগে গরীব-দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

fec-image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রাঙামাটি সেক্টরের উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন সেক্টর কমান্ডার কর্নেল মো. তরিকুল ইসলাম, পিবিজিএমএস, পিএসসি। এসসময় বিজিবি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানানো হয়, জাতীয় শোক দিবসে ৬০ জন গরীর ও দুস্থকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এরমধ্যে চাল, ডাল, তেল, চিনি এবং আলু ছিলো।

সূত্রটি আরও জানায়, সকালে রাঙামাটি সেক্টরের অধীন ছোটহরিণা ব্যাটালিয়ন ১২বিজিবি, রাজনগর ব্যাটালিয়ন ৩৭বিজিবি, কাপ্তাই ব্যাটালিয়ন ৪১বিজিবি এবং বরকল ব্যাটালিয়ন ৪৫বিজিবি জেলার ১৪০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ৪টি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ২৪০ জনকে বিনামূল্যে ঔষধ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাদ্যসামগ্রী, গরীব-দুস্থ, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন