রাঙামাটিতে ভ্রাম্যমান আদালত ম্যাজিস্ট্রেটের সাথে অসৌজন্যমূলক আচরণ ব্যবসায়ীদের

IMG_9838 (1) copy

নিজস্ব প্রতিনিধি:

রাঙামাটি শহরের বনরূপাস্থ বিএম শপিং কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালত ম্যাজিস্ট্রেটের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে ব্যবসায়ীরা। আজ বুধবার দুপুরে বিএম শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,রাঙামাটি শহরের বনরূপাস্থ বিএম শপিং কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভিন আক্তার যখন বিএম শপিং কমপ্লেক্সে প্রবেশ করে তখন রমনী শাড়ি বিতানে কাপড়ে দাম সংরক্ষণ না করায় সেখানে ১০ হাজার টাকা জরিমানা এবং রোজ ফ্যাশন নামে একটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা করে। পরে ব্যবসায়ীরা ক্ষুদ্ধ হয়ে ম্যাজিস্ট্রেটের সাথে অকথ্য ভাষায় গালাগালি করে। পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে ক্রেতাদের অভিযোগ, গতবারে তুলনায় এবার দাম বেশি নিচ্ছে ব্যবসায়ীরা। ঈদকে টার্গেট করে ক্রেতাদের কাছ থেকে গলাকাটা দাম আদায় করছে নেয়া হচ্ছে বলে ক্রেতারা জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “রাঙামাটিতে ভ্রাম্যমান আদালত ম্যাজিস্ট্রেটের সাথে অসৌজন্যমূলক আচরণ ব্যবসায়ীদের”

  1. আজকাল কার সাংবাদিকের চরিত্র এমন যে ।নিজের মা ও যদি তাঁর মেয়ে জামাই কে নিয়ে 2/3ঘন্টার জন্য দূরে কোথাও যায় তাহলে শিরোনামে লিখবে
    “””” মেয়ে জামাই কে নিয়ে শাশুড়ির পালায়ন””””

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন