রাঙামাটিতে মহিলা আ’লীগের কর্মী সমাবেশ

fec-image

রাঙামাটিতে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকালে দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আ’লীগের নেতা দীপংকর তালুকদার।

মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আ’লীগের সভানেত্রী ফিরোজা বেগম চিনুর সভাপতিত্বে কেন্দ্রীয় মহিলা আ’লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সুফিয়া খাতুন, সংগঠনটির রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ানের সঞ্চালনায় মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলি, সুরাইয়া বেগম বেগম ইভা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তাহমিনা খানম, সমবায় বিষয়ক সম্পাদক দিলারা মোস্তফা, সদস্য শাহানাজ হাবিব, কণা জব্বারসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, আ’লীগের রাজনীতির আবির্ভাব ঘটেছে নানা চড়াই, উতরাই পেরিয়ে। যদিও আ’লীগের সরকার ক্ষমতায়। কিন্তু প্রতিনিয়ত আমাদের নেতা-কর্মীদের নানা রকম সংগ্রাম, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।

স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নানা রকম সমস্যা মোকাবেলা করে দেশকে আজ অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। সারা বিশ্বের মাঝে বাংলাদেশ আজ মর্যাদা নিয়ে মাথা উঁচু করে টিকে আছে।

বক্তারা আরও জানান, সরকার ক্ষমতায় থাকলেও দেশদ্রোহীরা এখনো সক্রিয়। নানা ভাবে তারা দেশের ক্ষতি করার জন্য পায়তারা চালাচ্ছে। আমাদের শুধু দল ক্ষমতায় এটা মাথায় রেখে বসে থাকলে হবে না। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে বাংলাদেশ একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহিলা আওয়ামী লীগ, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন