রাঙামাটি রিজিয়নের উদ্যোগে অসহায়দের মাঝে সেলাই মেশিন, শীতবস্ত্র ও আর্থিক অনুদান প্রদান

fec-image

রাঙামাটি রিজিয়নের আওতাধীন অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙালিদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১টি সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ২ বান ঢেউ টিন, শীতার্তদের জন্য ৩০০ কম্বল শীতবস্ত্র, মসজিদের উন্নয়নকল্পে সহায়তা প্রদান এবং চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি কর্তৃক এই আর্থিক অনুদান প্রদান করা হয়।

এসময় রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতি, উপজাতি ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম পাহাড়ি এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে পাশে থাকতে সর্বদা বদ্ধপরিকর। এধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন