রাঙ্গামাটিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

Ranagmati Picture 26-10-13-01

আলমগীর মানিক,রাঙামাটি:

রাঙ্গামাটিতে পর্যটক মেলার কর্মসূচির অংশ হিসেবে কাপ্তাই হ্রদে হয়ে গেলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগী। আজ শনিবার বিকালে নৌকা বাইচের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোস্তফা কামাল। এ সময় পুলিশ সুপার আমেনা বেগম, উপজেলা চেয়ারম্যান মুছা মাতব্বর, শাহাজাহান মিয়া, পর্যটক মেলার সদস্য সচিব মোঃ নেছার আহমেদ উপস্থিত ছিলেন।

রির্জাভ বাজার সাঁওতাল পাহাড় থেকে পৌর টার্মিনালের ল্যান্ডিং ঘাট পর্যন্ত নৌকা বাইচ ও সাম্পান প্রতিযোগিতা দেখতে বিপুল সংখ্যক নারী পুরুষ সমবেত হয়। প্রতিযোগিতায় রাঙামাটি সদর ও আশপাশের উপজেলা থেকে পুরুষদের ৩ টি ও নারীদের ১ টি দল অংশ নেয়।

প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে লংগদুর মাইনীর শাহ আলম ও সদরের কেইল্লামুড়া ত্রিপুরা পাড়ার প্রদীপ ত্রিপরা, মহিলাদের মধ্যে কল্পনা চাকমার দল প্রথম স্থান লাভ করে। সাম্পান প্রতিযোগিতায় ৭টি সাম্পানে ২ জন করে ১৪ জন সাম্পান মাঝি অংশ নেন। এতে সম্পানের জসিম মাঝি ১ম স্থান লাভ করে।

প্রতিযোগিতায় বিজয়ী দলকে একুশ ইঞ্চি টেলিভিশন ও অংশগ্রহণকারী সকল দলকে পুরস্কৃত করা হয়। জেলা প্রশাসন এ নৌকা বাইচের আয়োজন করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন