রাঙ্গামাটিতে ফ্রিল্যান্সার টু এন্টারপ্রিউনার কর্মসূচির ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

OLYMPUS DIGITAL CAMERA

রাঙামাটি প্রতিনিধি:

সরকারের ডিজিটাল বাংলাদেশ ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নের অংশ হিসেবে রোববার দুপুরে সারাদেশে একযোগে রাঙ্গামাটি জেলাতেও তথ্য ও প্রযুক্তি বিভাগের বাস্তবায়নাধীন ‘ফ্রিল্যান্সার টু এন্টারপ্রিউনার’ কর্মসূচি উদ্বোধন ও লোগো উন্মোচন উপলক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে জেলা পর্যায়ে এ কমসূচির উদ্বোধন ও লোগো উন্মোচন করেন জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। এ সময় পুলিশ সুপার আমেনা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফ উদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল জানান, কর্মসূচির আওতায় তার জেলায় সদরসহ ছয় উপজেলার মোট ১০৬ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদের আয়ের ব্যাপারে ব্যাংকিং সুবিধাসহ প্রয়োজনীয় সহায়তা দেবে জেলা প্রশাসন। প্রযুক্তিগত যোগাযোগ সমস্যার কারণে দশ উপজেলার মধ্যে বাকি চার উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন এখনও সম্ভব হচ্ছে না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন