রামগড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহনির্মাণ মিস্তিরির মৃত্যু

fec-image

খাগড়াছড়ির রামগড় পৌর এলাকার জগন্বাথপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বপন দেবনাথ (৫০) নামে এক গৃহনির্মাণ মিস্তিরি মারা গেছেন।

সোমবার (১০ জানুয়ারি) এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মিস্তিরি স্বপন দেবনাথ পৌরসভার জগন্নাথপাড়ায় জনৈক ব্যক্তির বাড়ির উঠানে গৃহনির্মাণের জন্য বৈদ্যুতিক ড্রিল মেশিনের মাধ্যমে কাঠের ওয়াল প্লেটে ছিদ্র করার কাজ করছিলেন। এসময় নিজের ত্রুটিপূর্ণ লোহার ড্রিল মেশিনে সঞ্চালিত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত স্বপন দেবনাথ জগন্নাথ পাড়ার মনোরঞ্জন দেবনাথের ছেলে। তিনি দুই সন্তানের জনক। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রামগড় উপজেলার চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌর মেয়র রফিকুল আলম কামাল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শ্যামল ত্রিপুরা হাসপাতালে ছুটে যান।

রামগড় থানার ওসি জানান, নিহতের পরিবারের আবেদন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশক্রমে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন