রামুতে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন

fec-image

কক্সবাজারের রামুতে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাস ‘অক্টোবর-২০২০’ উপলক্ষ্যে সড়ক মেরামত কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী এলাকায় গ্রামীণ সড়ক সংস্কার কাজের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।

এ সময় রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রামু উপজেলা প্রকৌশলী মো. নূরুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী আলা উদ্দিন খান, রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এ শ্লোগানকে সামনে রেখে এলজিইডি অক্টোবর-২০২০ মাসকে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাস হিসেবে পালন করছে।

রামু উপজেলা প্রকৌশলী মো. নূরুল ইসলাম জানিয়েছেন-সরকারের কাংখিত লক্ষ্য অর্জনের মাধ্যমে জনকল্যাণে রামু উপজেলায় এলজিইডির সকল কর্মকর্তা-কর্মচারি, সড়ক ব্যবহারকারি জনগোষ্ঠি এবং জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে এলসিএস মহিলা কর্মী দ্বারা নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি দিয়ে সড়ক মেরামত কাজ জোরদার করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন