‘পর্যটন ভবন’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

fec-image

শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বাপক) নবনির্মিত প্রধান কার্যালয় ‘পর্যটন ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রতিষ্ঠা করেন। পর্যটন করপোরেশনের স্থায়ী কার্যালয় ‘পর্যটন ভবন’ নির্মাণের জন‌্য প্রধানমন্ত্রী গত ২০১০ সালে আগারগাঁও প্রশাসনিক এলাকায় প্রয়োজনীয় জমি সংগ্রহের নির্দেশনা দেন। সেই আলোকে ২০১১ সালের ১৭ আগস্ট আগারগাঁও প্রশাসনিক এলাকায় ৩৪ কাঠা জমি বরাদ্দ দেওয়া হয়।

জমিটি অধিকতর নীচু হওয়ায় এর পরিবর্তে ২০১৪ সালের নভেম্বর ই-৫ সি/১ আগারগাঁও, শেরে বাংলা নগর, প্রশাসনিক এলাকায় ২০ কাঠা জমি সংস্থার নিজস্ব তহবিল থেকে এক কোটি এক লাখ ৮১ হাজার ৮১৮ টাকা মূল্যে গণপূর্ত থেকে বরাদ্দ নেওয়া হয়।

ওই জমিতে আগারগাঁও শেরে বাংলা নগরে পর্যটন ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পটি এডিপি অর্থায়নে বাস্তবায়নের লক্ষ্যে ২০১৭ সালের ৯ আগস্ট প্রধানমন্ত্রী একনেকে অনুমোদন দেন। প্রকল্প ব্যয় ধরা হয় প্রায় ৭৯ কোটি টাকা। এ ব্যয়ের মধ্যে বাপক’র নিজস্ব অর্থায়ন ৭ কোটি ৯০ লাখ টাকা।

চলতি বছরের ৩০ জুন এই ভবন নির্মাণ কাজ শেষ হয়। ১৩তলা বিশিষ্ট প্রধান কার্যালয় ভবনটি উপহার দেওয়ায় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানায় বাংলাদেশ পর্যটন করপোরেশন।

পর্যটন করপোরেশনের পিটিএস বিভাগের মহা-ব্যবস্থাপক মো. জাকির হোসেন সিকদার বলেন, ‘এই আধুনিক ভবনটি আমাদের স্বাচ্ছন্দে সুন্দর ও মনোরম পরিবেশে দাপ্তরিক কাজ করার জন্য খুবই উপযোগী। ভবনটি উপহার দেওয়ায় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশ পর্যটন করপোরেশন অনেক এগিয়েছে। সামনের দিকে আরও এগিয়ে যাবে বলে আশা করছি।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পর্যটন, প্রধানমন্ত্রী, শেখ হাসিনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন