রামুর ৫ ইউপি‘তে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ

ইউনিয়ন পরিষদ নির্বাচন

নিজস্ব প্রতনিধি:

কক্সবাজারের রামু উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। এসব ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ সদস্য পদপ্রার্থীরা প্রতীক বরাদ্ধ পেয়েই শুরু করেছেন নির্বাচনী প্রচারনা। এরই মাধ্যমে রামুতে শুরু হয়েছে ইউপি নির্বাচনে ভোট উৎসব।

শুক্রবার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বেদারুল ইসলাম। ৫ম ধাপে আগামী ২৮ মে রামু উপজেলার ঈদগড়, গর্জনিয়া, কচ্চপিয়া, কাউয়ারখোপ ও রশিদনগর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

রামু উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন, ঈদগড় ইউনিয়ননে চেয়ারম্যান পদপ্রার্থী, দিদারুল ইসলাম (মটর সাইকেল), নুরুল আজিম (ধানের শীষ), ফিরোজ আহাম্মদ ভূট্টো (আনারস), মো. নুরুল ইসলাম (নৌকা)। সংরক্ষিত আসনের সদস্য পদপ্রার্থী ওয়ার্ড ১নং আনোয়ারা বেগম (বক), মোহছেনা আক্তার (মাইক) ও আজিমুন নাহার (তালগাছ)। ওয়ার্ড ২নং আনুয়ারা বেগম (মাইক), জাহেদা বেগম (তালগাছ) ও তছলিমা খানম (বক), ওয়ার্ড ৩নং আরজিনা আক্তার (হেলিকপ্টার), মনোয়ারা বেগম (ক্যামরা), সাহেনা আক্তার (বক) ও মনোয়ারা বেগম (মাইক)। সাধারণ আসনের সদস্য পদে ১নং ওয়ার্ডে নুরুল আজিম (ফুটবল), মোহাম্মদ হোছন (মোরগ)। ২নং ওয়ার্ডে নুরুল আমিন (মোরগ), মুবিন আলম (তালা), মোহাম্মদ আলী হোসেন (ফুটবল) ও মো. হোছাইন (আপেল)। ৩নং ওয়ার্ডে আবুল কালাম (মোরগ), আবদুস সালাম (আপেল), বদিউল আলম (তালা) ও শহিদুল ইসলাম (ফুটবল)। ৪নং ওয়ার্ডে মো. আলমগীর হোছাইন (মোরগ) ও মো. বেলাল (ফুটবল)। ৫নং ওয়ার্ডে নুরুল আলম (আপেল), নুরুল আবছার (তালা), নুরুল আমিন (বৈদ্যুতিক পাখা), বদরুজ্জামান (ফুটবল), বদরুজ্জামান (মোরগ)। ৬নং ওয়ার্ডে আবুল কাসেম (মোরগ), আমির হামজা (তালা), আমির হোছন (ফুটবল), নুরুল আজিম (আপেল) ও লুৎফুর নাহার (টিউবওয়েল)। ৭নং ওয়ার্ডে আবুল কালাম (আপেল), নুরুল হক (তালা) বদরদ্দৌজা আমানুল হক (ফুটবল), মোঃ নাছির উদ্দিন (মোরগ) ও শফিউল আলম (বৈদ্যুতিক পাখা)। ৮নং ওয়ার্ডে ছরওয়ার উদ্দিন (মোরগ), মনিরুজ্জামান মনির (আপেল) ও মফিজুর রহমান (ফুটবল)। ৯নং ওয়ার্ডে আলী আকবর (মোরগ), ছৈয়দ আলম (তালা) ও মো. শাহজাহান (ফুটবল)।

কাউয়ারখোপ ইউনিয়ন: চেয়ারম্যান পদপ্রার্থী এসএম আবদুল মালেক (মটর সাইকেল), মোস্তাক আহাম্মদ (ঘোড়া), মো. হানিফ (আনারস), নুরুল হক (ধানের শীষ), শফিউল আলম (নৌকা)। সংরক্ষিত আসনের সদস্য পদপ্রার্থী- ওয়ার্ড নং ১ ছেনুয়ারা বেগম (কলস), মোহছেনা বেগম (সূর্যমূখী), হাছিনা আক্তার (বক) ও হাজেরা বেগম (মাইক)। ওয়ার্ড নং ২ এ্যালি শর্মা (বই), ছুফিয়া বেগম (মাইক), নাছিমা আক্তার (সূর্যমূখী) ও নেবু রাণী শর্মা (বক)। ওয়ার্ড নং ৩ আনার কলি (মাইক), ছালেহা বেগম (বই), রোকেয়া বেগম (বক) ও সাবিনা ইয়াছমিন (কলম)। সাধারণ আসনের সদস্য পদে ১নং ওয়ার্র্ডে মো. হোছাইন (মোরগ) ও জহির উদ্দিন (টিউবওয়েল)। ২নং ওয়ার্ডে আবদুল মালেক (তালা), আবদুস সালাম মোরগ), ফরিদুল আলম (টিউবওয়েল) ও মোহাম্মদ ফেরদাউছ (ফুটবল)। ৩নং ওয়ার্ডে কবির আহমদ (টিউবওয়েল), মোহাম্মদ আবদুস সালাম (তালা), মো. আজিজ মিয়া (ফুটবল) ও মো. নুরুল আমিন (মোরগ)। ৪নং ওয়ার্ডে আজিজুল হক (মোরগ) ও মো. জসিম উদ্দিন ভরসা (টিউবওয়েল)। ৫নং ওয়ার্ডে আজিজুল হক (টিউবওয়েল), জাকের আহমদ (বৈদ্যুতিক পাখা), নুরুল আজিম (তালা), মোহাম্মদ আবদুল্লাহ (ফুটবল), মো. হাছন (মোরগ) ও মো. হানিফ (আপেল)। ৬নং ওয়ার্ডে মোহাম্মদ আলী (তালা) ও মেহের আলী (মোরগ)। ৭নং ওয়ার্ডে এনামুল হক (ফুটবল), বদরুল হুদা (মোরগ)। ৮নং ওয়ার্ডে নুরুল ইসলাম (তালা), হাবিব উলাহ (ফুটবল) ও হেলাল উদ্দিন (মোরগ)। ৯নং ওয়ার্ডে আজিজুল হক (মোরগ), আবদুল গনি (ফুটবল), এরশাদ উল্লাহ (টিউবওয়েল), রফিকুল আলম (তালা) ও সালাহ উদ্দিন (আপেল)।

রশিদনগর ইউনিয়ন: চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল করিম (ধানের শীষ), বজল আহমদ (নৌকা), শাহ আলম (আনারস), সিরাজুল ইসলাম (ঘোড়া)। সংরক্ষিত আসনের সদস্য পদপ্রার্থী- ওয়ার্ড ১নং অনিমা শর্মা (বক), আনচার বেগম (তালগাছ), রাবেয়া খানম (মাইক) ও হাফেজা খাতুন (সূর্যমূখী)। ওয়ার্ড নং২ গোলজার বেগম (সূর্যমূখী), মরিয়ম খাতুন (বক) ও সালমা বেগম (মাইক)। ওয়ার্ড নং ৩ গুন নাহার (সূর্যমূখী), ছেনুয়ারা বেগম (বই) ও নূর আয়েশা (মাইক)। সাধারণ আসনের সদস্য পদে ১নং ওয়ার্র্ডে আলতাজুর রহমান (আপেল), নুরুল আলম সিকদার (মোরগ), মো. হারুনুর রশিদ (তালা) ও রমজান আলী (ফুটবল)। ২নং ওয়ার্ডে ফরিদুল আলম পুতু (ফুটবল), মজিবুর রহমান (আপেল) ও মনছুর আলম (মোরগ)। ৩নং ওয়ার্ডে আনোয়ার হোসেন (ফুটবল), আব্দু শুক্কুর (টিউবওয়েল), মোস্তাক আহমদ (মোরগ) ও মোহাম্মদ আলম (তালা)। ৪নং ওয়ার্ডে আবদুল খালেক (মোরগ), নুরুল আবছার (আপেল), মঞ্জুর আলম (ফুটবল), মো. ইসহাক (টিউবওয়েল)। ৫নং ওয়ার্ডে আবদুর রহমান (মোরগ), নূর আহমদ (ফুটবল) ও হুমায়ুন কবির (টিউবওয়েল)। ৬নং ওয়ার্ডে আবুল শামা (ফুটবল), তোরাফ আলী (আপেল), মনজুর আলম (মোরগ), মো. আনোয়ার হোসেন (বৈদ্যুতিক পাখা), মোহাম্মদ গোলাম কাদের সিদ্দীকি (টিউবওয়েল) ও মো. আবুল কাসেম (তালা)। ৭নং ওয়ার্ডে বজল আহম্মদ (মোরগ) ও হাবিব উল্লাহ (তালা)। ৮নং ওয়ার্ডে নুরুল আবছার (টিউবওয়েল), নুরুল আলম (মোরগ), ফারুক আহমদ (আপেল), বদিউল আলম (ফুটবল) ও মিজানুর রহমান (তালা)। ৯নং ওয়ার্ডে আবদুল করিম (মোরগ), ছৈয়দুল মোর সেলিন (তালা), মো. আয়াজ উদ্দিন (ফুটবল) ও লুতু মিয়া (আপেল)।

কচ্ছপিয়া ইউনিয়ন: চেয়ারম্যান পদপ্রার্থী- আবু মোহাম্মদ ইসমাঈল নোমান (ধানের শীষ), জাকের আহমদ (আনারস), নুরুল আমিন (নৌকা)। সংরক্ষিত আসনের সদস্য পদপ্রার্থী ওয়ার্ড নং ১ বুলবুল আক্তার (বই), রোকেয়া বেগম (বক), সাবেকুন নাহার (মাইক) ও ছেনুয়ারা বেগম (সূর্যমূখী)। ওয়ার্ড নং ২ ইয়াছমিন আক্তার (মাইক) ও শাহানাজ বেগম (সূর্যমূখী)। ওয়ার্ড নং৩ গোল চাম্পা বেগম (হেলিকপ্টার), তমন্না বেগম (বই) ও ফাতেমা বেগম (মাইক)। সাধারণ আসনের সদস্য পদে ১নং ওয়ার্র্ডে নজরুল ইসলাম (মোরগ), মো. রাসেল (তালা) ও সাইফুল আলম (ফুটবল)। ২নং ওয়ার্ডে আবুদর রহিম (মোরগ), ছালেহ আহমদ (ফুটবল) ও জয়নাল আবেদীন (তালা)। ৩নং ওয়ার্ডে নুরুল আলম সিকদার (টিউবওয়েল), মনির আহমেদ (মোরগ), মো. জয়নাল আবেদীন (তালা) ও মো. হানিফ (ফুটবল)। ৪নং ওয়ার্ডে জসিম উদ্দিন (তালা) ও জামাল আহমদ (মোরগ)। ৫নং ওয়ার্ডে নুরুল আবছার (মোরগ), ফররুখ আহমদ (ফুটবল) ও মো. আবু আইয়ূব আনছারী (বৈদ্যুতিক পাখা)। ৬নং ওয়ার্ডে নজির হোছাইন (তালা), মুহাম্মদ আবুল ফজল (টিউবওয়েল) ও মো. জসিম উদ্দীন (ফুটবল)। ৭নং ওয়ার্ডে আবুল কালাম (ফুটবল), মোক্তার আহাম্মদ (টিউবওয়েল), মোজাফ্ফর আহামদ (মোরগ) ও মোহাম্মদ ইউনুচ (তালা)। ৮নং ওয়ার্ডে আবদুল হাকিম (ফুটবল), আবু হান্নান (তালা) ও জাকের আহমদ (টিউবওয়েল)। ৯ নং ওয়ার্ডে আমির আলী (তালা), দিদারুল আলম (ফুটবল), মো, ইউনুছ (টিউবওয়েল) ও মো. ইদ্রিস (মোরগ)।

গর্জনিয়া ইউনিয়ন: চেয়ারম্যান পদপ্রার্থী, গোলাম মওলা চৌধুরী (ধানের শীষ), তৈয়ব উলাহ চৌধুরী (নৌকা), মুহাম্মদ মুহিববুল্লহ (মটর সাইকেল), মো. শাহরীয়ার ওয়াহেদ (ঘোড়া), সৈয়দ নজরুল ইসলাম (আনারস)। সংরক্ষিত আসনের সদস্য পদপ্রার্থী- ওয়ার্ড নং ১ হাসিনা বেগম (তালগাছ) ও রওশন আক্তার (মাইক)। ওয়ার্ড নং ২ জাহেদা বেগম (হেলিকপ্টার), নুরুচ্ছাফা বেগম (মাইক), বদরুজ্জাদুজা বেগম (সূর্যমূখী) ও রেহেনা বেগম (বক)। ওয়ার্ড নং ৩ আনজুমান আরা (বক), আয়েশা খানম চৌধুরাণী (সূর্যমূখী) ও নেপালী রাণী দেবী (মাইক)। সাধারণ আসনের সদস্য পদে ১নং ওয়ার্র্ডে গোলাম মৌলা (তালা), মোহাম্মদ ইসহাক (আপেল), মো. নুরুল ইসলাম (ফুটবল) ও মো. ফেরদাউস আলী (মোরগ)। ২নং ওয়ার্ডে আহাসান উলাহ (মোরগ), আবুল কাশেম (ফুটবল) ও মুহাম্মদ আবুল কালাম (তালা)। ৩নং ওয়ার্ডে আবু তাহের (ঘুড়ি), আবদুল জব্বার (ফুটবল), ছলিম উল্লাহ (মোরগ) ও রফিক আহাম্মদ (আপেল)। ৪নং ওয়ার্ডে কবির আহমদ (ফুটবল), নুরুল আলম (মোরগ), মুহাম্মদ হাছান (টিউবওয়েল), মোহাম্মদ জোবাইর (আপেল) ও মোহাম্মদ হোছন (তালা)। ৫নং ওয়ার্ডে আজিজুল হক (টিউবওয়েল), তৌহিদুল আলম (তালা), মহিউদ্দিন (ফুটবল) ও মো. শাকের আহমদ (মোরগ)। ৬নং ওয়ার্ডে কামাল হোসেন (মোরগ), মোহাম্মদ নুরুল আমিন (তালা) ও সিরাজুল ইসলাম (ফুটবল)। ৭নং ওয়ার্ডে অনুপম কান্তি শর্মা (ফুটবল), আতা উল্লাহ (মোরগ), মনিরুল আলম (বৈদ্যুতিক পাখা), মোহাম্মদ ইউছুপ (তালা) ও মো. ইউছুফ (টিউবওয়েল)। ৮নং ওয়ার্ডে কবির আহমদ (ফুটবল), নাছির উল্লাহ চৌধুরী (টিউবওয়েল), মো. নুরুল আলম (তালা) ও মো. হাফিজ আহমদ (মোরগ) । ৯নং ওয়ার্ডে আবু ইউছুপ (মোরগ), এমরানুল হক (টিউবওয়েল) ও মুফিজ আলম (ফুটবল)।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন