রামু স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করার কাজ শীঘ্রই শেষ হবে: এমপি কমল

ramu pic hospital 06.05
রামু প্রতিনিধি:
রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে চলমান বহুতল ভবন নির্মাণকাজ শীঘ্রই সম্পন্ন করা হবে। এছাড়াও হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, ডিজিটাল এক্স-রে মেশিন সহ অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যক্ষেত্রে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমের প্রান্তিক জনগোষ্ঠিকে স্বাস্থ্যসেবা দেয়ার পাশপাশি বর্তমানে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এমবিবিএস ডিগ্রিধারি চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। জনগণ এর সুফল ভোগ করছে। তিনি চিকিৎসকদের আন্তরিকতার সাথে রোগীদের সেবা দেয়ার আহবান জানান।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নবগঠিত ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে সংসদ সদস্য ও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এসব কথা বলেন।

বুধবার (৬ মে) সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আখতারুল ইসলাম। মেডিকেল অফিসার ডা. শারমিন ফারজানার সঞ্চালনায় সভায় বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, সাবেক ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুর রহিম, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসীম উদ্দিন মো. ইউছুপ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন প্রমুখ।

শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা মো. আলম পবিত্র কোরআন তেলাওয়াত, সাংবাদিক দর্পণ বড়ুয়া ত্রিপিটক এবং বাবুল শর্মা গীতা পাঠ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন