রোহিঙ্গা ক্যাম্প থেকে ২১২ বস্তা চাউল ও ৫০২ লিটার সয়াবিন তেল উদ্ধার

fec-image

কক্সবাজারের উখিয়ায় ইরানী পাহাড় রোহিঙ্গা এলাকায় পাচারের জন্য মজুদ রাখা ২১২ বস্তা চাউল ও ৫০২ লিটার সয়াবিন তৈল জব্দ করেছে ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা। সোমবার (৫ জুাুলাই) গভীর রাতে ক্যাম্প-৮ ডব্লিউ (এ-ব্লক) এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা হয়নি।

উদ্ধারকৃত চাউলের ওজন ৮ হাজার ৪৮০ কেজি। এর দাম ৩ লক্ষ ৫ হাজার ২৮০ টাকা। সয়াবিন তৈলের দাম ৬৭ হাজার ৭৭০ টাকা।

জানা যায়, রোহিঙ্গাদের রেশন মজুদ ও পাচারের খবর পেয়ে ১৪ এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে ইরানী পাহাড় পুলিশের একটি দল নতুন রাস্তার মাথার একটি পরিত্যক্ত দোকান ঘর থেকে মালিকবিহীন ছোটবড় সাদা প্লাস্টিকের ২১২ বস্তা ও ৫০২ বোতল সয়াবিন তৈল জব্দ করেন।

সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মালামাল ওই ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ ইশতিয়াক আহম্মেদের নির্দেশনায় ১৭নং রোহিঙ্গা ক্যাম্পের আরসিও অফিসের গুদামে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

কক্সবাজার ১৪ এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাঈমুল হক বলেন, মালিকবিহীন উদ্ধারকৃত চাউল ও তৈল ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সাধারণ ডায়েরী নং- ১১৭/২১। ওইদিন মালিকবিহীন অবস্থায় সংশ্লিষ্ট সিআইসির নিকট এসব মালামাল হস্তান্তরের মাধ্যমে গুদামজাত করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন