রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস

fec-image

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস ও বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার এসেছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে তাঁরা কক্সবাজার পৌঁছে সাড়ে ১১ টার দিকে শাফলাপুর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন। এরপর তাঁরা আরআরআরসি মোঃ মাহবুব আলম তালুকদারের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় ইউএনসিআর এর বাংলাদেশ প্রধান মিঃ স্টিভ তাঁদের সাথে ছিলেন।

এর আগে একইদিন সকালে তাঁরা বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজারের উর্ধ্বতন কর্মকতারা তাদের স্বাগত জানান। তাঁরা কক্সবাজারে জেলা প্রশাসন, জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (আইএনজিও) গুলোর সাথে বৈঠকে মিলিত হবেন বলে বিশ্বস্থ সুত্রে জানা গেছে।

সুত্রমতে, ইউএস এইডের ডেপুটি ডাইরেক্টরের নেতৃত্বে একটি টিম তাদের সাথে রয়েছেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস ও রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও ইউএস এইডের উর্ধ্বতন কর্মকতারা রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সাহায্য, ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠী, ভাসানচরে শরনার্থী স্থানান্তরসহ আরো বিভিন্ন বিষয়ে কথা বলবেন বলে ওই সুত্র জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ২ বছর ধরে রোহিঙ্গা শরণার্থীদের সবচেয়ে বেশী মানবিক সাহায্য প্রদান করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন