লংগদুতে বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

fec-image

রাঙ্গামাটির লংগদুতে করল্যাছড়ি জামতলা কাশেমিয়া দারুল উলুম মাদ্রাসার এক ছাত্র শিক্ষক  কর্তৃক মারধর করার অভিযোগ এনে গত ৩০ সেপ্টেম্বর “পাহাড়ের খবর” নামে একটি অনলাইন পোর্টালে প্রচারিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার সভাপতি মাওলানা ফয়েজ আহমেদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন অত্র প্রতিষ্ঠানের এতিম শিক্ষার্থী মোঃ আব্দুর রহমান দীর্ঘ ৫বছর যাবৎ বিনা বেতনে অধ্যয়ন করে আসছে। আব্দুর রহমান দুইমাস ধরে শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি ছিল। ফলে গত দুই মাস সে মাদ্রাসায় অনুপস্থিত ছিল।

গত ২১ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় মাদ্রাসায় আসে এবং মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদের সাথে অস্বাভাবিক আচরণ সহ শিক্ষার্থীদের বিভিন্নভাবে মারধোর ও আঘাত করে, ফলে শিক্ষার্থীরা আতংকিত হয়ে পড়ে। তখন শিক্ষকরা পরিচালনা কমিটিকে অবহিত করলে সর্বসম্মতিক্রমে বাড়িতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক আব্দুর রহমানকে অত্রপ্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আবু বক্কর সিদ্দিক শিক্ষার্থীর বাড়িতে দিয়ে আসেন। পরবর্তীতে এতিম বিবেচনায় মাদ্রাসা কর্তৃপক্ষ নগদ ১৫ হাজার টাকা চিকিৎসা বাবদ দেওয়া হয়।

কিন্তু গত ৩০ সেপ্টেম্বর পাহাড়ের খবর নামে একটি অনলাইন পোর্টালে মাদ্রাসা শিক্ষক দ্বারা প্রহার করার অভিযোগ এনে সংবাদ প্রচারিত হয়। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এহেন মিথ্যা, বানোয়াট উদ্দেশ্যে প্রনোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এক প্রশ্নের জবাবে মাওলানা ফয়েজ আহমেদ বলেন, মাদ্রাসার কোন শিক্ষক বা কমিটির কারো বক্তব্য না নিয়ে একপাক্ষিক সংবাদ করা হয়েছে। যা অত্যান্ত দুঃখজনক এবং মাদ্রাসার সুনামক্ষুন্ন হয়েছে। তিনি আরও বলেন পাহাড়ের খবর অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রচারে আরো দায়িত্বশীল হওয়ার দাবি জানাচ্ছি।

উক্ত সংবাদ সম্মেলনে ১ নং আটারকছড়া ইউনিয়ন চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, ইউপি সদস্য মোঃ ইউসুফ, মাদ্রাসা পরিচালনা কমটির সহ-সভাপতি আব্দুল খালেকসহ শিক্ষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন