লংগদুতে বাবা-মেয়ের শ্রেষ্ঠত্ব অর্জন

fec-image

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ খ্রিঃ উপজেলা পর্যায়ে বাবা ও মেয়ে আবারও শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

বুধবার (১৭ মে) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রকাশিত ফলাফলে এ তথ্য জানানো হয়।

বাবা মো. সুলতান আহমেদ সিনিয়র শিক্ষক, করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়, লংগদু রাঙামাটি পার্বত্য জেলা। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩খ্রিঃ ৫ম বারের মতো উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি ২০২২,২০১৮ ও ২০১৬ খ্রিস্টাব্দে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

অন্যদিকে মেয়ে সুমাইয়া বিনতে সুলতান সর্ণা, লংগদু সরকারি মডেল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। শিক্ষা সপ্তাহ ২০২৩ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী (কলেজ) নির্বাচিত হয়েছে। সে জেলা পর্যায়ে ২০১৯ সালে শ্রেষ্ঠ শিক্ষার্থী (বিদ্যালয়) ও ২০১৮সালে শ্রেষ্ঠ গার্লস গাইড (বিদ্যালয়) নির্বাচিত হয়েছিল।২০২২ খ্রিস্টাব্দে রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সেরা বিজয়ী হয়েছিল। তাছাড়া চিত্রাঙ্কন, রচনা,বিতর্ক ও উপস্থিত বক্তৃতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব রয়েছে। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সে সকলের দোয়া প্রত্যাশী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন