লামায় সীমানা বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে মহিলা ইউপি সদস্যসহ আহত ৪

সংঘর্ষ

এম. রহমান, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামায় দু’পক্ষের মধ্যে সৃষ্ট সীমানা বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলা ইউপি সদস্যসহ ৪ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজারপাড়া’র কলিম উল্লাহ মেম্বারের স্ত্রী কমরুন্নেছা (৪৮) ও ছেলে কাওছার উল্লাহ (২৩) ও একই এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের স্ত্রী ও ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার নাছিমা আক্তার (৪৬) ও তার ছেলে মোহাম্মদ রাসেল (১৯)। আহতরা সকলে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে।

জানা গেছে, প্রাক্তন মেম্বার কলিম উল্লাহ’র নিকটতম প্রতিবেশী মৃত মোস্তফিজুর রহমানের স্ত্রী মহিলা মেম্বার নাছিমা আক্তার তাদের উভয়ের বাড়ির সীমানায় ড্রেন তৈরি করেন। সাম্প্রতিক ভারি বৃষ্টিপাতের কারণে ড্রেনের পানির সাথে কলিম উল্লাহ্র সীমানার পাহাড় ধসে যায়।

এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে বুধবার দুপুরে তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ বাধে। আহতদের মধ্যে কলিম উল্লাহ্ মেম্বারের স্থ্রী কমরুন্নেছা দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন