শত্রুতায় থাকবে, নাকি ভালো প্রতিবেশী- সিদ্ধান্ত নিতে হবে ভারতকেই : শাহবাজ

fec-image

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান ও ভারত প্রতিবেশী, তাদের একসঙ্গে বসবাস করা ছাড়া কোনো বিকল্প নেই। এখন সিদ্ধান্ত নিতে হবে ভারতকে, তারা শত্রুতায় থাকবে, নাকি ভালো প্রতিবেশী হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি পাকিস্তানের উন্নয়ন, বৈশ্বিক সংকট এবং সাম্প্রতিক সাফল্যের বিষয়েও আলোকপাত করেন।

শাহবাজ বলেন, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে চারটি যুদ্ধ করেছে, যা উভয় দেশের কোটি কোটি ডলার ব্যয় করেছে। এই অর্থ ব্যয় হওয়া উচিত ছিল স্কুল, হাসপাতাল, সড়ক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, কাশ্মীর ইস্যু সমাধান ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক এগোতে পারবে না। পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধের জন্য খরচ হওয়া কোটি কোটি ডলার জনগণের উন্নয়ন ও সমৃদ্ধিতে কাজে লাগানো উচিত।

তিনি অঙ্গীকার করে বলেন, কাশ্মীরি জনগণের রক্ত বৃথা যাবে না।

আন্তর্জাতিক সংকট প্রসঙ্গে তিনি গাজার চলমান পরিস্থিতির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, গাজায় ইতোমধ্যে ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ অঞ্চল চিরকাল একে অপরের সঙ্গে জড়িয়ে থাকবে, কেউ তা চাইলে হোক আর না চাইলে হোক।

তিনি বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায়, তবে তা হতে হবে সমান শর্তে। ন্যায় ও সম্মান যে কোনো আলোচনার ভিত্তি হওয়া উচিত।

প্রবাসী পাকিস্তানি বিষয়ক প্রতিমন্ত্রী আউন চৌধুরী বলেন, সমাবেশে বিপুল উপস্থিতি প্রবাসীদের দেশের প্রতি ভালোবাসারই প্রমাণ। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সাফল্য দেশের বৈশ্বিক অবস্থানকে সুদৃঢ় করেছে, যা প্রতিটি নাগরিকের জন্য গর্বের বিষয়।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যে বুনিয়ান-উম-মারসুস, অর্থনীতি ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক সম্পর্কেও আলোচনা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন