সরকার কাউকে ছাড় দেবে না: কামরুল

স্টাফ রিপোর্টার, ঢাকা

ফটিকছড়ির ঘটনায় সরকার কাউকে ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ফটিকছড়ির উদাহরণ দিয়ে বিরোধী দল যতোই হুমকি দেওয়ার চেষ্টা করুক, যতোই বলুক এমন ঘটনা আবারো ঘটাবে, তাতে কোন লাভ হবে না। কারণ সরকার আপনাদের বিরুদ্ধে, আপনাদের নৈরাজ্য বন্ধ করতে আরো কঠোর হবে। বুধবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগ আয়োজিত হরতালের নামে জ্বালাও-পোড়াও নৈরাজ্যের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জেলে আটক বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের নেতারা জেলে থাকবে এটি খুবই দু:খজনক। কিন্তু তারা রাজনৈতিক দল থেকে সন্ত্রাসী দলে পরিনত হচ্ছে। তারা হরতালের সময় সাধারণ কর্মীদের উস্কে দিচ্ছে। ১/১১ আর হতে দেওয়া হবে না উল্লেখ করে আইন প্রতিমন্ত্রী বলেন, আমরা একবার ১/১১ দেখেছি। তত্ত্বাবধায়ক সরকারের নামে ২ বছর পর নির্বাচন হয়েছে। তাই ১/১১ আসার আর সম্ভাবনা নেই। কারণ মানুষ এখন সচেতন। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ১/১১ আসবে আর আপনারা আবারো ক্ষমতায় যাবেন তাতো হবে না। আইএসআই এর টাকায় যতই চেষ্টা করুণ না কেন কোন লাভ হবেনা। দেশের সকল মানুষ এখন আপনাদের বিরুদ্ধে। দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্য করতে চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ভীত নই। আজকের সচেতন মানুষ দেশের এ র্দুবস্থা সহ্য করবে না। দেশের মানুষ আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এর জবাব দেবে ব্যালট হাতে। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সম্মতভাবে যথাসময়ে ও অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন হবে। নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হচ্ছে। আমাদের কোন ভুল-ত্রুটি থাকলে সংসদে আসুন, আলোচনায় বসুন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্জ্ব ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বদিউর রহমান বদি প্রমুখ।

 

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন