সাফজয়ী নারী ফুটবলার রুপনার ঘর নির্মাণ কাজের উদ্বোধন

fec-image

অবশেষে সাফজয়ী ফুটবলার গোলরক্ষক রুপনা চাকমার ঘর নির্মাণ কাজরে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন- নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলুর রহমান।

নানিয়ারচর উপজেলা স্থানীয় সরকার (এলজিইডি) প্রকৌশলী আবদুল মাজিদ বলেন, সাফজয়ী ফুটবলার রুপনা চাকমার বাড়ি তৈরির কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ হবে। বাড়িটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে- ১০ লাখ ৬৭ হাজার ৪৫৫ টাকা।

নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলুর রহমান বলেন, বাড়িটির তৈরি অনুমোদিত নকশা এবং নির্ধারিত বাজেট অনুযায়ী বৃহস্পতিবার থেকে বাড়িটি তৈরির কাজ শুরু করা হয়।

বাড়ি নির্মাণ কাজ উদ্বোধনে উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান বাসন্তি চাকমা, উপজেলা রিসোর্স ইন্সট্রাকটর সরওয়ার কামাল, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য-২০২২ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিজয়ে অসামান্য অবদান রাখে জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন