সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকাতে বিজিবির জনসচেতনতা মূলক সভা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক চোরাচালান ঠেকাতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম সীমান্তবর্তী গ্রাম নিউথাংনাক পাড়ায় স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে জনসচেতনতামূলক সভা করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় ৫৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় এই জনসচেতনতামূলক সভায় অংশগ্রহণ করেন নিউথাংনাক বিওপি কমান্ডার নায়েব সুবেদার সাইফুল ইসলাম।
এ সময় সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান ঠেকাতে স্থানীয়দের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। চোরাচালান প্রতিরোধে বিজিবির পাশাপাশি গ্রামবাসীরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি, বিজিবি, সাজেক
Facebook Comment

















