সোহা’র জানাযায় শোকার্ত মানুষের ঢল

ramu pic janaja nsoha 12.07.16

নিজস্ব প্রতিনিধি :
হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলো রামুর মেধাবি ছাত্রী মেহজাবিন বিনতে মান্নান সোহা। মঙ্গলবার (১২ জুলাই) সকাল দশটায় কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সোহা’র নামাজে জানাযা শরীক হন শোকার্ত জনতা। নামাজে জানাযায় ইমামতি করেন, কাউয়ারখোপ বালিকা মাদরাসার শিক্ষা পরিচালক প্রবীন আলেমেদ্বীন মাওলানা গোলাম কাদের।

সোহা কক্সবাজার জেলা পরিষদের হিসাব রক্ষক আবদুল মান্নানের বড় মেয়ে এবং কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মনির আহমদের নাতনী। সোমবার (১১ জুলাই) বিকালে রামুর কাউয়ারখোপ এলাকায় নিজ বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে প্রাণ হারায় সোহা (১১)।

13659046_1001312703321390_4145387218532374404_n

মেহজাবিন বিনতে সোহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া মাস্টার, কাউয়ারখোপ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, রাজারকুল ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুফিজুর রহমান, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সাবেক মেম্বার মোহাম্মদ হোছাইন, সদস্য সচিব সাইফুল ইসলাম, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মীর কাসেম সিকদার প্রমূখ।

আরো শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, সহকারি প্রধান শিক্ষক আলী হায়দার, সহকারি শিক্ষক ওসমান গনি, প্রনব বড়ুয়া, মোস্তফা কামাল, মোহাম্মদ আবদুল্লাহ (বড়), সরওয়ার কামাল, দেবাশীষ চক্রবর্তী, নাসির উদ্দিন, আবদুল্লাহ (ছোট), ওবাইদুল্লাহ রাসেল, লুৎফুন্নাহার, রহিমা বেগম, ফেরদৌসী আকতার, আনজুমান আরা, কর্মচারি ফরিদ ও ইসহাক, হেলথ রামু মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালকবৃন্দ, কাউয়ারখোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাবিব উল্লাহ সিকদার, সহ সভাপতি আবদুল গফুর, সদস্য ডা. নেবু রানী শর্মা (এমইউপি), আবদুর রহিম, প্রধান শিক্ষক দিলরুবা আকতার, সহকারি শিক্ষক দিলরুবা বেগম, তাজ উদ্দিন, হিল্লোল বড়ুয়া, শারমিন আফরোজ, ছেনুয়ারা বেগম, রোকসানা হাবিবা, নাসরিন সুলতানা, সুফলা বড়ুয়া, রুনা লায়লা, ইসমত জাহান, আয়েশা বেগম, ফাতেমা বেগম, হাসিনা বেগম, ইলক বড়ুয়া প্রমূখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন