স্বাস্থ্যবিধি মেনে খাগড়াছড়িতে শুরু ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

fec-image

খাগড়াছড়িতেও সারাদেশের ন্যায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় খাগড়াছড়ি সদর উপজেলার রঞ্জনমণি কার্বারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা, ভাইবোনছাড়া ইউনিয়ন পরিষদ চেয়াম্যান পরিমল ত্রিপুরা, জেলা প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমূখ।

এসময় সিভিল সার্জন জানান, খাগড়াছড়ি জেলার ১ হাজার ১০টি
সেন্টারে প্রায় ১ লক্ষ ৩ হাজার ২৪৩ জন শিশুকে স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। কেউ যেন বাদ না পরে সেদিকে লক্ষ রেখে ১০ দিন ব্যাপি ক্যাম্পেইন কার্যক্রম চলমান থাকবে। জাতীয় পুষ্টিসেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে ৬-১১ মাসের শিশু ১৩ হাজার ৫৩৩ জন শিশু ও ১২-৫৯ মাসের ৮৯ হাজার ৭১০ জন শিশুকে এ টিকা খাওয়ানো হচ্ছে।

এদিকে সকাল থেকে খাগড়াছড়ি পানছড়ি সড়কের মাঝামাঝি স্থানে রঞ্জনমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দূরদূরান্ত থেকে চাকমা,মারমা, ত্রিপুরাসহ বাঙালি অভিভাবকরা তাদের ছয় থেকে উনষাট মাস বয়সের শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানোর জন্য জড়ো হতে থাকেন। তবে এসময় প্রায় সকলের মধ্যেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা লক্ষ্য করা গেছে।আগামী সতের অক্টোবর পর্যন্ত জেলার আনাচে কানাচে চলবে ভিটামিন এ
প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম।

এবারে জেলায় ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লক্ষ তিন হাজার জন্য শিশুকে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কংজরী চৌধুরী, খাগড়াছড়ি, সিভিল সার্জন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন