বাস্তবমূখী সুশিক্ষা মেধা-কর্মদক্ষতা কাজে লাগাতে হবে: কংজরী চৌধুরী

fec-image

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বাস্তবমূখী সুশিক্ষা মেধা-কর্মদক্ষতা কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেছেন, নিজেদের সংস্কৃতিকে ধারণ করে মারমা সম্প্রদায়কে সমাজের বঞ্চিতদের মুখে হাসি ফোটাতে হবে। পাশাপাশি বাস্তবমূখী সুশিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে মেধা ও কর্মদক্ষতা কাজে লাগাতে হবে।

শনিবার (২০ জুলাই) খাগড়াছড়িতে বিএমএসসি’র নবীন বরণ ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সকালে পানখাইয়া পাড়া বটতল থেকে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন ও পিতা কেটে র‌্যালির উদ্বোধন করেন মারমা উন্নয়ন সংসদ এর কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি চাইথোঅং মারমা।

পরে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে মারমা কমিউনিটি সেন্টারে এসে আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি)র খাগড়াছড়ি জেলা সভাপতি মংচিংহ্লা মারমার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল, কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সু্যুইচিংঅং মারমা। সভায় বিশেষ অতিথি ছিলেন,মারমা উন্নয়ন সংসদ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী, সাবেক বিএমএসসির সংগঠক ও প্রভাষক পাইম্রাসং মারমা, মারমা স্টুডেন্ট কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সভাপতি নিঅং মারমা প্রমূখ।

অনুষ্ঠানে একাদশ শ্রেনীর তিন বিভাগের ১শ জন শিক্ষার্থীর মাঝে পাঠ্যবই বিতরন করা হয়। আলোচনা সভা শেষে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল এর ১৭তম খাগড়াছড়ি জেলা কমিটি ও কলেজ কমিটির ১৩তম কাউন্সিলে নির্বাচিতদের নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করানো হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন