৬ দফা দাবিতে থানচিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি


বান্দরবানের থানচি উপজেলার বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্স’র দেওয়ালে ব্যানার টাঙিয়ে কর্মবিরতি পালন করেছে।
বুধবার (১ অক্টোবর) সারাদেশে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতির অংশ হিসেবে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ‘র ৮ জন স্বাস্থ্য সহকারী শারদীয় দুর্গা পূজা ও প্রবারণ উৎসবের ছুটিতে নিজ নিজ বাড়িতে অবস্থান করে কর্মবিরতিতে অংশ নিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন বৈষম্যের শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি পূরণে অবহেলা করছে।
২০১৮, ২০২০ ও চলতি বছরের বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। এর প্রেক্ষিতে সংগঠনটির নেতৃবৃন্দ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয়।
স্বাস্থ্য সহকারীরা দাবি করেছেন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) সংযোগ, ১৪তম গ্রেড প্রদান এবং বেতন স্কেল উন্নীতকরণসহ তাদের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকার তাদের দাবি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন তারা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন থানচি উপজেলা শাখা কমিটি সাধারণ সম্পাদক জনি ত্রিপুরা বলেন, আমাদের কমিটিতে ৮ জন সদস্য তারা সবারই শারদীয় দুর্গা পূজা ও প্রবারণ পুর্নিমা উপলক্ষ্যে সরকারি ছুটিতে সবাই বাড়িতে অবস্থান করছেন সুতরাং কেন্দ্রীয় কর্মসূচি পালনে জন্য সভাপতি মহোদয় একটি ব্যানার টাঙানো কথা বলছে তাই গতকাল মঙ্গলবার হতে টাঙিয়ে রেখেছি।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন থানচি উপজেলা শাখা কমিটি সভাপতি উবারেই মারমা মুঠোফোনের সংযোগ না পাওয়া বক্তব্য নেয়ার সম্ভব হয়নি।