‌‘পরিকল্পিত নগরায়নে কউক-পৌরসভা সমন্বিতভাবে কাজ করবে’

fec-image

নবনিযুক্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কমোডর নুরুল আবছারকে সংবর্ধনা দিয়েছে কক্সবাজার পৌর পরিষদ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দরিয়া নগর ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনার জবাবে কউক চেয়ারম্যান কমোডর নুরুল আবছার বলেন, কক্সবাজারকে একটি পরিকল্পিত এবং আধুনিক মডেল নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কউক-পৌরসভা সমন্বিতভাবে কাজ করবে। সে ক্ষেত্রে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা দরকার।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন এবং পরিকল্পিত নগরায়নে পৌর পরিষদের পক্ষ থেকে কউকের প্রতি সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান মেয়র মুজিবুর রহমান।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কউকের প্রকৌশল সদস্য লে. কর্নেল খিজির খান, সচিব আবু জাফর, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর এসআইএম আকতার কামাল আজাদ, দিদারুল ইসলাম রুবেল, সাহাব উদ্দিন সিকদার, ওমর সিদ্দিক লালু, আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, রাজবিহারী দাশ, সালাউদ্দিন সেতু, নুর মোহাম্মদ মাঝু, এম এ মনজুর, ইয়াসমিন আক্তার, জাহেদা আক্তার, নাসিমা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা সভার শুরুতে পৌর পরিষদের পক্ষ থেকে কউক চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করেন মেয়র মুজিব। পাশাপাশি কউকের পক্ষ থেকেও মেয়র মুজিবুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কাউকের নবনিযুক্ত চেয়ারম্যান কমোডর নুরুল আবছার।

এর আগে কক্সবাজার পৌর পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

ওই সভাতে পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত তরান্বিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে পরিষদ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন