কেপিএম দোকানে চুরির ঘটনায় মালামালসহ আটক ২


রাঙামাটি কাপ্তাই ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ড কেপিএম এলাকায় দোকানে চুরির ঘটনায় মালামালসস ২জনকে আটক করেছে পুলিশ ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) আটক আসামিদের রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
কাপ্তাই থানা সুত্রে জানা যায়, কেপিএম সিনেমা হল সংলগ্ন রাসেল ষ্টোর দোকানের পিছনের অংশ ভেঙে মঙ্গলবার গভীর রাতে বিভিন্ন কোম্পানির গুড়ো দুধ চুরি করে নেয়। চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারঘোনা৭ নং ওয়ার্ডের হারুন রশীদের ছেলে মো. মানিক হোসেন (২৫) ও ফকিরাঘোন ৬ নং ওয়ার্ডের বাবুল খানের ছেলে মো.হাসানকে (১৫) আটক করা হয়।
কাপ্তাই থানার ওসি কায় কিসলু জানান, চুরি যাওয়া মালামালসহ ২ জন আসামিকে আটক করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, চুরি, রাঙামাটি
Facebook Comment