টেকনাফে গাঁজাসহ ৩ নারী গ্রেফতার

fec-image

কক্সবাজারের টেকনাফে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । শাহপরীরদ্বীপ জেটিঘাটের পনটুন দিয়ে সেন্টমার্টিনে গমনকালে ওই তিন নারী মাদক পাচারকারীদের আটক করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর রাত ৮ টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আশিকুর রহমান উক্ত তথ্য নিশ্চিত করেন।
ধৃতরা হলেন- সেন্টমার্টিন দ্বীপের  আজু মিয়ার মেয়ে রুবায়দা (১৮), মৃত দোস মোহাম্মদের মেয়ে ফাতেমা খাতুন (২০) ও টেকনাফের মাঠপাড়া গ্রামের মো. জাফরের মেয়ে সারমিন (১৮)।

বিজিবি সুত্রে জানা গেছে, টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ হতে সেন্টমার্টিনগামী একটি ট্রলারে যাত্রীর বেশে মাদক কারবারীরা বিপুল পরিমাণ মাদক সেন্টমার্টিনে পাঠানোর গোপন সংবাদ পায় বিজিবি। এখবরে মাদক কারবারীদের অবৈধ কার্যক্রম নস্যাৎ করতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শাহপরীরদ্বীপ জেটিঘাট ও আশপাশের এলাকায় একাধিক বিজিবি টহল মোতায়েন ও নজরদারি জোরদার করে। এক পর্যায়ে জেটিঘাটের পন্টুন দিয়ে সেন্টমার্টিনে যাত্রাকালে তিনজন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় বিজিবির নারী সদস্যদের মাধ্যমে তাদের তল্লাশি করা হয়। তল্লাশি কালে তাদের শরীরে সাথে৷ বিশেষ কায়দায় লুকানো  ৩ কেজি ৭’শত গ্রাম গাঁজা পাওয়া যায়।

বিজিবি অধিনায়ক জানান, উদ্ধারকৃত মাদক গাঁজা ও আটককৃত পাচারকারী নারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজু করে  থানায় সোপর্দ এবং এঘটনায় সেন্টমার্টিনের আলী হোসেন নামের একজনকে পলাতক আসামি করা হয়েছে।

তিনি আরো জানান, এই মাদকবিরোধী বিশেষ অভিযানটি সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবি’র কঠোর ও জিরো টলারেন্স নীতিরই প্রতিফলন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, গ্রেপ্তার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন