ট্রাকের ধাক্কায় নাইক্ষ্যংছড়ির সবজি ব্যবসায়ী নিহত, আহত ২

fec-image

সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ওপর সবজি ভর্তি আরেকটি চলন্ত ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নাইক্ষ্যংছড়ির সবজি ব্যবসায়ী শামসুল আলমের। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরশরাইয়ের বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা এলাকায়।

দুর্ঘটনায় নিহত শামসুল আলমের বয়স ৪৫। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের চিকনছড়ি গ্রামের ব্যবসায়ী ফুরকান আহমদের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকটির চালক ও তার সহকারী বিউল হোসেন (৩৩) ও এমরান হোসেন (১৭)। তাদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলায়।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, ভোরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির কেবিনে আটকে পড়েন চালক, সহকারী ও সবজি ব্যবসায়ী শামসুল আলম।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ২ জনকে উদ্ধার করে প্রথমে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনাস্থলেই শামসুল আলমের মৃত্যু হয়।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কেবিনে আটকে পড়া চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের ঘুম ঘুম ভাবের কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত শামশুল আলমের পিতা ফুরকান আহমদ জানান, নিহত যুবক তার বড় ছেলে। তার ২টি ফুটফটে কন্যা সন্তান রয়েছে। সে একজন সবজি ব্যবসায়ী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন