থানচিতে বন্যা দুর্গতদের মাঝে চাল বিতরণ

fec-image

বান্দরবানে থানচি সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভারী বর্ষন ও টানা বৃষ্টিতে বন্যাদুর্গত এবং ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করলেন থানচি সদর ইউনিয়ন পরিষদ।

সোমবার (২২ জুলাই) দুপুরে থানচি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ চাল বিতরণ করা হয়। বিতরণের সময় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংসার ম্রো, ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যা ডলিচিং মারমা, নুচিংপ্রু মারমা, রিংকো ম্রো, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য চাইসিংউ মারমা, উসাইঅং মারমা, মংসিংহাই মারমাসহ ইউপি সচিব চমংউ মারমা উপস্থিত ছিলেন।

বন্য দুর্গতদের চেয়ারম্যান মাংসার ম্রো বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর ও সরকারের আগাম সতর্ক ও সচেতনমূলক বার্তা দেশের সকল জনগনের নিকট টেলিভিশন, রেডিও, পত্রিকায় পৌছেদেয়া প্রকৃতি দুযোর্গে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে পূর্বে তুলনায় পাহাড়ে ও কম হয়েছে কিন্তু মানুষ ক্ষতি হয়নি। অত্র ইউনিয়ন পরিষদ আপনাদের পাশে আছি থাকবো।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি সদর ইউনিয়ন পরিষদ, বান্দরবান, বৃষ্টি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন