অবৈধ ব্যবসা ও চোরাচালান বন্ধ করে পর্যটন সমৃদ্ধ আলীকদম গড়তে চাই: লক্ষিপদ দাশ

fec-image

বান্দরবানের আলীকদমে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দীনের দোয়াত কলম মার্কার সমর্থনে শান্তি, সম্প্রতি, উন্নয়ন ও আধুনিক আলীকদম উপজেলা গড়ার লক্ষ্যে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকাল ৩টার সময় আলীকদম উপজেলাধীন পানবাজার সংলগ্ন টাউন হলে প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সভায় বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষিপদ দাশ বলেন, গত কয়েক বছর ধরে আলীকদম উপজেলায় অবৈধ গরু ব্যবসা থেকে শুরু করে অবৈধ সিগারেট, ইয়াবাসহ মাদক চোরাচালানের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছিল। আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিষয়টি আঁচ করতে পেরে এই চোরাচালানের বিরুদ্ধে সোচ্ছার হয়ে উঠেছিল এবং প্রশাসনের সহযোগিতায় আলীকদমে অবৈধ গরু ও মাদক চোরাচালান বন্ধ করা হয়। যোগ্য নেতৃীত্বের অভাবে গত ১৫ বছর ধরে আলীকদম উপজেলায় কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয়নি। এ পর্যন্ত গড়ে উঠেনি কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। গড়ে তুলতে পারেনি কোন পর্যটন শিল্প। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. জামাল উদ্দিনের নেতৃত্বে আগামীতে পর্যটন সমৃদ্ধ আধুনিক আলীকদম উপজেলা গড়ে তুলতে চাই।

এ ব্যাপারে আওয়ামীলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী জামাল উদ্দিনকে নির্বাচিত করার আহবান জানান। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জামাল উদ্দিনের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লক্ষি পদ দাশ এসব কথা বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এলাকার জনগণ আগামী ৮ মে দোয়াত কলম মার্কায় ভোট দেবেন বলে প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্য বান্দরবান জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মারমা, বান্দরবান জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না, বান্দরবান জেলা পরিষদ সদস্য দুংড়ি মং মারমা, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অংশৈথোয়াই মারমা, আলীকদম উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছমিন আক্তারসহ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত চিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, উপজেলা পরিষদ নির্বাচন, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন