নির্বাচিত হলে জনগণের শাসক নয়, সেবক হয়েই কাজ করবো: গিয়াসউদ্দিন চৌধুরী

চকরিয়া প্রতিনিধি:

আসন্ন চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব গিয়াসউদ্দিন চৌধুরী উপজেলার বিভিন্নস্থানে পথসভায় এমন কথা বলেছেন।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ডুলাহাজারা, হারবাং, বিকেলে কাকারা ও লক্ষ্যাচরসহ পৃথক চারটি স্থানে স্ব-স্ব ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এসব পথসভায় যোগদেন তিনি।

এসব পথসভায় গিয়াসউদ্দিন চৌধুরী বলেন, নির্বাচিত হলে জনগণের শাসক নয় বরং সেবক হয়েই কাজ করবো। নৌকায় ভোট দেওয়া মানে শেখ হাসিনাকে ভোট দেওয়া। মানুষের কাঙ্খিত উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নেই। আর এ উন্নয়নের জন্য আগামী ১৮ মার্চ নৌকায় ভোট দেওয়ারও বিকল্প নেই।

তিনি আরও বলেন, এলাকার মানুষ উন্নয়ন চায়, শান্তি চায় ও সমৃদ্ধি চায়। তাই শান্তি ও সমৃদ্ধির সহযোগী হতে আমায় নৌকা প্রতীকে ভোট দিন।

কাকারা ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান শওকত উসমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য মেহেদী হাসানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তার আহমদ চৌধুরী, মুজিবুল হক রতন, এম আর চৌধুরী, সাবেক ক্রীড়া সম্পাদক আলমগীর হোছাইন, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, প্রচার সম্পাদক আবু মোছা,  মহিলা বিষয়ক সম্পাদক জন্নাতুল বকেয়া রেখা, চেয়ারম্যান জসিমউদ্দিন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর মুজিবুল হক, কাকারা ছাত্রলীগ সভাপতি খুরশেদ আলম নাসিম, সাধাণ সম্পাদক মিরাজ।

এ দিকে বিকেল ৫টার দিকে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে নৌকা প্রতীকের সমর্থনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন- আওয়ামীলীগ মনোনীত চকরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গিয়াসউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, লক্ষ্যারচর ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল কবির চৌধুরী, জাফর আলম, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবছার উদ্দিন মাহমুদ, কবির হোসেন মেম্বার, শামসুল আলম মেম্বার প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন