লক্ষ্মীছড়ির ৩ ইউনিয়নে ১১০ প্রার্থীর প্রতীক বরাদ্দ

ইউনিয়ন পরিষদ নির্বাচন

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার ৩ ইউনিয়নে চেয়ারম্যানসহ সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ সদস্য পদে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার রির্টানিং অফিসারের কার্যালয়ে আলাদা সময়ে ১১ চেয়ারম্যানসহ মোট ১১০জনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৩ ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ১১জন, সংরক্ষিত নারী আসনে ২০জন এবং সাধারণ সদস্য পদে ৭৯জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছে।

জানা যায়, লক্ষ্মীছড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩জন, সংরক্ষিত নারী আসনে ৯জন এবং সাধারণ সদস্য পদে ২৭জন প্রার্থী প্রতীক পেয়ে প্রচারণায় নেমেছেন। চেয়ারম্যান পদে লক্ষ্মীছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লেলিন কুমার চাকমা, বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মকবুল আহমেদ ধানের শীষ প্রতীক আগেই নির্ধারণ করা ছিল। এদিকে ইউপিডিএফ সমর্থীত স্বতন্ত্র প্রার্থী প্রবিল কুমার চাকমা আনারস প্রতীক পেয়েছে।

দুল্যাতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত নারী আসনে ৫জন, এর মধ্যে ৭,৮ ও ৯নং ওয়ার্ডে প্রার্থী না থাকায় কুসুমতারা চাকমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এছাড়াও ৭ নং ওয়ার্ডে সাধাণ রজ্ঞন চাকমা ও ৯ নং ওয়ার্ডে বিমল চাকমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। শেষ পর্যন্ত সাধারণ সদস্য পদে ২৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। চেয়ারম্যান পদে দুল্যাতলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোননীত নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নুরে আলম, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক পাইচাউ মারমা। এছাড়াও ত্রিলন চাকমা দয়াধন চশমা প্রতীক ও উছাই প্রু মারমা আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন।

বর্মাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রইলেন ৪জন, সংরক্ষিত নারী আসনে ৬জন এবং সাধারণ সদস্য পদে ২৭জন প্রতীক বরাদ্দ পেয়েছে। বিগত নির্বাচনে এই ইউনিয়নে ৩টি সংরক্ষিতসহ ১৩টি ওয়ার্ডে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। এবার প্রতিদ্বন্দ্বিতায় করছে বর্মাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নীলবর্ণ চাকমা নৌকা, ইউপিডিএফ সমর্থীত স্বতন্ত্র প্রার্থী হরিমোহন চাকমা আনারস, পাইসুইখুই মারমা মোটরসাইকেল ও সাথোয়াই মারমা চশমা প্রতীক পেয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন