অনির্দিষ্টকালের জন্য আশুলিয়ার সব পোশাক কারখান বন্ধ
ডেস্ক নিউজ:
শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষাপটে নিরাপত্তার কারণ দেখিয়ে কাল থেকে আশুলিয়ার সব পোশাক কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে বিজিএমইএ। সোমবার সন্ধ্যায় কারওয়ান বাজার বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম।
তিনি বলেন, শ্রম আইনের ১৩ (১) ধারায় এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর ফলে বন্ধ সময়ে কোনো বেতন পাবেন না শ্রমিকরা। বেতন-ভাতা বাড়ানো, কর্মস্থলে নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে সোমবার বিক্ষোভের পর আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এরপর বিকালে সংবাদ সম্মেলন করে বিজিএমইএ এবং তাতে কারখানা বন্ধের ঘোষণা দেয়া হয়।
সকালে আশুলিয়ায় বিক্ষোভরত শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। তারা কয়েকটি কারখানায় ইট ছোড়ে এবং ভাংচুরের চেষ্টা চালায় বলে পুলিশ জানিয়েছে।
লাঠিপেটা করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বেশকিছু শ্রমিক আহত হয়েছে। একই দাবিতে রবিবারও আশুলিয়ায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে শতাধিক কারখানায় ছুটি দেয়া হয়।