অস্ত্র ও গুলিসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

টেকনাফে দেশীয় অস্ত্র ও গুলিসহ আইয়ুব নামের একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন সদস্যরা। সে উখিয়া হাকিমপাড়া ১৪ নং ক্যাম্পের এ-ব্লকের জাফর আলমের ছেলে।
মঙ্গলবার (১৬ আগস্ট) ভের ৩টার সময় টেকনাফ শালবাগান ক্যাম্পের এ/৯ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
টেকনাফ ১৬ এপিবিএন সূত্রে জানা যায়, শালবাগান এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের এ/৯ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে রোহিঙ্গা আইয়ুব (২০)-কে গ্রেফতার করে।
এ সময় গ্রেফতারকৃত রোহিঙ্গার হেফাজত হতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়।
এদিকে অপর একটি অভিযানে গত সোমবার (১৫ আগস্ট) রাতে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ডাকাত মৃত হাবিবুর রহমানের ছেলে নুর মোহাম্মদ প্রকাশ বৈদ্য (৪৮) কে আটক করে। এসময় গ্রেফতারকৃত রোহিঙ্গার দেহ তল্লাশি করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নুর।