আই লাভ রাজস্থলী ব্রান্ড ফলকটি ভেঙে দিল দুষ্কৃতিকারীরা
রাঙামাটির রাজস্থলীতে এক নজরে দেখার সৌন্দর্য দৃষ্টিনন্দন স্থাপনা আই লাভ রাজস্থলী ভেঙে দিয়েছে দুষ্কৃতিকারীরা। বুধবার (৬ ডিসেম্বর) স্থাপনাটিকে বিকৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সারাদিন স্থাপনাটি ভালো অবস্থায় দেখা যায়।
তবে কে বা কারা এই কাজটি করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি।
খবর পাওয়ার পর পর ঘটনাস্থল পরির্দশন করেছেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশসহ পুলিশ সদস্যবৃন্দ।
এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে কে বা কারা করেছে সেটা এখনো আমরা অবগত নই। আই লাভ রাজস্থলী স্থাপনাটির প্রতি হয়তো কোন গোষ্ঠীর খারাপ দৃষ্টি ছিলো। তারা এই স্থাপনাটিকে সহ্য করতে পারেনি বলে এমনটা করেছে। বিষয়টি তদন্ত করে দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।