বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেয়ার হুমকি দিল ইয়েমেন

fec-image

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন নিয়ন্ত্রিত সরকার এডেন উপসাগরের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে। লোহিত সাগরে অভিযান পরিচালনার জন্য আমেরিকা একটি টাস্ট ফোর্স গঠনের হুমকি দেয়ার পর এই ঘোষণা দিল ইয়েমেন।

গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) ইয়েমেনের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আল-এজ্জি সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে বলেন, সানা “পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত বন্ধ” বাক্যাংশটি লিখতে পারে তবে এটি চায় না। একথার মধ্যদিয়ে তিনি বাব আল-মান্দেব প্রণালী বন্ধের ইঙ্গিত দিয়েছেন।

ইয়েমেনের উপ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “আমি আবারো যেকোন উসকানি এড়ানোর পরামর্শ দেবো এবং কোনো বাহিনী গঠনের আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পায়ের নিচ থেকে আপনাদের আন্তর্জাতিক আইন তুলে নিন।”

আল-এজ্জি সতর্ক করে বলেন, “ইয়েমেনের সাথে যেকোনো উত্তেজনা শত্রুকে ৫০ বছরের ক্লান্তিকর সমস্যা তৈরি করে দিতে পারে। তবে শেষ কথা হলো আমরা গাজাকে ছেড়ে যাব না, যতক্ষণ আপনারা গাজার ওপর আপনাদের আগ্রাসন বন্ধ না করেন।”

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়েমেন, বাব আল-মান্দেব প্রণালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন