আখাউড়ার ইউএনও-এসিল্যান্ডকে রাঙ্গামাটি-বান্দরবানে বদলি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে।
রোববার (২২ মে) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরীর সই করা পৃথক দুটি আদেশে তাদের বদলি করা হয়।
আদেশ অনুযায়ী, আখাউড়ার ইউএনও রুমানা আক্তারকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পাঠানো হয়েছে। আর সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামকে বান্দরবানের থানচি উপজেলায় বদলি করা হয়।
এ দুই কর্মকর্তাকে বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন।
ঘটনাপ্রবাহ: আখাউড়া, ইউএনও, এসিল্যান্ড
Facebook Comment