কাপ্তাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও

fec-image

রাঙ্গামাটির কাপ্তাইয়ে কালবৈশাখীর ঝড়ো হাওয়ায় বসতঘরসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মহিউদ্দিন।

বুধবার (৮ মে) বিকাল সাড়ে ৪টায় তিনি কালবৈশাখী তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা সরজমিনে পরিদর্শন করেন।

এসময় ইউএনও ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন শুকনা খাবার বিতরণ করেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মহিউদ্দিন জানান, কালবৈশাখী তাণ্ডবে কাপ্তাই উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএফআইডিসি শিল্পএলাকার ৩টি বসতঘর। এ এলাকায় বিশাল একটি গাছ ওপড়ে পড়ে ৩টি বসতবাড়ি ব্যাপক ক্ষতি সাধিত হয়।

তিনি আরো জানান, রাঙ্গামাটি জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা তৈরি করে পাঠানো হবে।

এসময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, এলপিসি শাখা ইউনিট উৎপাদন কর্মকর্তা আব্দুল হান্নান, ইউপি সদস্য মজিবুর রহমান, মইনউদ্দিন, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন, কাপ্তাই স্কুল কমিটির সদস্য আব্দুল মান্নানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, কালবৈশাখী ঝড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন