কাপ্তাইয়ে বন্যহাতির হাড়গোড় উদ্ধার করেছে বন বিভাগ

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ৬নং ওয়ার্ড জঙ্গল থেকে ডংনালা চন্দনি পাড়ায় পুঁতে রাখা বন্যহাতির হাড়গোড় উদ্ধার করেছে বনবিভাগ।

রোববার (৩ মার্চ) দুপুর ১টার দিকে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের লোকজন অনুসন্ধান করে রাইখালী ৩২১নং মৌজার গভীর জঙ্গলে গিয়ে মাটি খনন করে হাতির নিচের ছোয়ালের অংশ, পায়ের হাড্ডিসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মো. নুরুল ইসলাম (ডিএফও) জানান, বন্যপ্রাণী হত্যা আইন দণ্ডনীয়। বিষয়টি আমরা জানার রাঙ্গামাটি জেলা প্রশাসক, বন সংরক্ষক, কাপ্তাই নির্বাহী অফিসারসহ সকলকে অবগত করেছি। দোষীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

পাল্পউড বাগান বিভাগ রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্যহাতির শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছি। এবং এলাকায় সর্তকমূলক লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়। বিকাল ৫টায় হাঁড়ের কয়েকটি অংশ ভেটেরিনারি নিয়ে আসি পরীক্ষা করার জন্য।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে স্থানীয় কিছু উপজাতীয় ব্যক্তিগণ বন্যহাতিটি দেশিও অস্ত্র দিয়ে হাতিটি হত্যা করে মাংস ভক্ষণের পর হাড়গুলো ওখানে পুঁতে ফেলে রেখে চলে গেছে। ২০১২ বন্যপ্রাণী হত্যার অপরাধে জড়িত ১২-১৫ জনের বিরুদ্ধে সন্ধ্যা সাড়ে ৭টায় চন্দ্রঘোনা থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন