কাপ্তাইয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুকে একলাখ টাকা সহায়তা দিল বিএসপিআই’র শিক্ষার্থীরা

fec-image

রাঙামাটির কাপ্তাইয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু নুসাইবাকে চিকিৎসার জন্য ১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) ৫৪তম ব্যাচের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিএসপিআই’র প্রাক্তন ৫৪তম ব্যাচের শিক্ষার্থীরা শিশু নুসাইবার চিকিৎসার জন্য বিএসপিআই’র অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদারের মাধ্যমে নগদ ১ লাখ টাকা প্রদান করা হয়।

এসময় বিএসপিআই বিভাগীয় প্রধান ও নুসাইবার পরিবারগণ উপস্থিত ছিলেন। নুসাইবার বাবা জুনায়েদ আহমেদ ও মা নীগার সুলতানা তমা অত্র ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী।

শিশু নুসাইবার মা নীগার সুলতানা তমা জানান, আমার একমাত্র মেয়ের বয়স ৪ বছর ৭মাস। ভারতে চিকিৎসা বাবদ খরচ ৫০ লাখ টাকা। আমার পরিবারের পক্ষে এত টাকা সংগ্রহ সম্ভব নয়। তাই মেয়ের চিকিৎসার জন্য সকলের নিকট সাহায্যর আবেদন করছি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, থ্যালাসেমিয়া, বিএসপিআই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন