আগামী নির্বাচনে পার্বত্যাঞ্চলের পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চলছে: এমপি দীপংকর
আগামী নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অবনতি ঘটনার জন্য কোন কোন মহল চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সোমবার (২৫ সেপ্টেস্বর) সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইন্সটিটিউট মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা পর্যায়ে সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি বলেন, শান্তি চুক্তির পরে আনসার, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সাথে একসাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নিবাচনে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য আনসার বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাহাড়ের শান্তি বজায় থাকলে এখানকার উন্নয়ন অবাহত থাকবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ফয়জুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. সাইফুল্লাহ রাসেল, জেলা প্রশাসক মোশারফ হোসেন খান এবং পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
সমাবেশে রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩০০ জন সদস্য উপস্থিত ছিলেন।