সরকার নীল নকশার নির্বাচন করতে বিরোধী নেতাদের গ্রেফতার করছে
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমদসহ সকল শীর্ষ নেতা এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবীতে কক্সবাজারে মানববন্ধন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার পৌরসভা চত্বর থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার সদর–রামু আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য লূৎফুর রহমান কাজল।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার একটি নীল নকশার নির্বাচন করতে একের পর এক কেন্দ্রিয় নেতাদের গ্রেফতার করা শুরু করেছে। একই সঙ্গে ষড়যন্ত্রমুলক সাজানো মামলা দায়ের করে বিরোধী দলের আন্দোলন বন্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে। এর বিরুদ্ধে জনতাকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহবান জানানো হয়। দীর্ঘ এ মানববন্ধনে কক্সবাজার সদর, পৌর এবং রামু উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। এতে কক্সবাজার পৌর বিএনপি’র সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ মো. আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ অন্যরা বক্তব্য রাখেন।
পার্বত্যনিউজ/এমএইচপি