আত্মসমর্পণকারী ইয়াবা কারবারী রাসেল মারা গেছে


ইয়াবা কারবারী রাসেল
চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি টেকনাফে ১০২ জন আত্মসমর্পণকারী ইয়াবা কারবারীর মধ্যে মোহাম্মদ রাসেল (২৮) চিকিৎসাধীন অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
বুধবার (৭ আগষ্ট) সকালে তিনি মারা গেছেন বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেন। মোহাম্মদ রাসেল টেকনাফের সাবরাং ইউনিয়নের মুক্তারডেইল গ্রামের মৃত ফজল আহমদ ও ধলা বানু’র ছেলে। তিনি আত্মসমর্পণকৃত আসামীদের নিয়ে করা টেকনাফ মডেল থানায় দায়েরকৃত ২৬/২০১৮ নং মামলার এজাহারের ৭০ নম্বর ক্রমিকের আসামি।
কারাগার সুত্র জানায়, কিছুদিন আগে মোহাম্মদ রাসেল কক্সবাজার জেলা কারাগারে থাকাবস্থায় গুরুতর অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি মারা যান।
ঘটনাপ্রবাহ: ইয়াবা কারবারী, চট্রগ্রাম মেডিকেল কলেজ
Facebook Comment