আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে দখলবাজি!

আদালতের নিষেধাজ্ঞার আদেশ তোয়াক্কা না করেই উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা এলাকায় এক ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। স্বশস্ত্র সন্ত্রাসী ব্যবহার করে রাতের অন্ধকারে নির্মাণ করে যাচ্ছে স্থাপনা। এতে করে দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনার আশংকা করা হচ্ছে।
জমির মালিক আশীষ বড়ুয়া অভিযোগ করেছেন, স্থানীয় মৃত সেজন বড়ুয়ার ছেলে দীন বন্ধু বড়ুয়া, তার ছেলে মৃদুল বড়ুয়াসহ আরো বেশ কয়েকজন সন্ত্রাসী ও দখলবাজ প্রকৃতির লোক মিলে তার মালিকানাধীন জমিতে স্থাপনা করে আসছে। আদালতের নিষেধও মানছে না। দিনের বেলায় কাজ না করলেও কৌশল হিসেবে তারা রাতেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি জানান, দীন বন্ধু বড়ুয়া ও তার ছেলে প্রশাসন মৃদুল বড়ুয়াসহ দখলবাজরা আইন আদালত তোয়াক্কা না করেই তার স্বত্তীয় জমিতে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। অথচ এ বিষয়ে সহকারী জজ আদালত, উখিয়ায় মামলা চলমান। যার অপর মামলা নং-৩৪/২০২০।
অভিযোগে আরও প্রকাশ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা কাজ বন্ধ রাখতে বারবার বলার পরও রাতের অন্ধকারে কাজ চালিয়ে যাচ্ছে দখলবাজচক্র।
এ ব্যাপারে আশীষ বড়ুয়া প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।