আনুষ্ঠানিকভাবে সংলাপের প্রস্তাব পাঠালে বিবেচনা করবে বিএনপি

Dodo

নিজস্ব প্রতিবেদক

নির্দলীয় সরকারের শর্ত মেনে আনুষ্ঠানিকভাবে সংলাপের প্রস্তাব পাঠালে বিবেচনা করবে বিএনপি। খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের প্রেক্ষিতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এ কথা জানান। আলোচনা অর্থবহ করতে আগামীকালের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতাদের মুক্তি দাবি করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যাতলয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদু বলেন, কোন কোন বিষয়ে আলোচনা করতে চান, তার  বিষয়বস্তু সুনিদিষ্টভাবে লিপিবদ্ধ করুন। পরে তা বিএনপির কাছে আনুষ্ঠানিকভাবে পাঠালে আমরা সেই প্রস্তাব বিবেচনা করবো।

তিনি  বলেন, আলোচনার কী দরকার ? তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহাল  করলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিলে নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবেন তা নিয়ে আলোচনা হতে পারে। আর বিএনপির শীর্ষ নেতাদের মুক্তি দিলে আলোচনা ফলপ্রসু হবে।

শামসুজ্জামান দুদু বলেন, প্রধানমন্ত্রীর যদি তত্ত্বাবধায়ক নামে আপত্তি থাকে তবে নির্দলীয় সরকারের ঘোষণা দিতে হবে।

বিরোধীদলীয় নেতার সমাবেশের ৪৮ ঘণ্টা বাকি থাকলেও এখনো পর্যন্ত কর্তৃপক্ষ অনুমতি দেয়নি জানিয়ে তিনি বলেন, যে কোনো উপায়ে আমরা ৪ মে সমাবেশ করবো।

সাভারের ঘটনায় সরকার লুকোচুরি করছে অভিযোগ করে স্থানীয় এমপি তৌহিদ মুরাদ জং ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন