আলীকদ‌মে শীতবস্ত্র ও ফ্রি চি‌কিৎসা সেবা দিল ৫৭‌বি‌জি‌বি

fec-image

বান্দরবানের আলীকদমের দুর্গম এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ক‌রে‌ছে আলীকদম ৫৭‌বি‌জি‌বি।

র‌বিবার (২০‌ ফেব্রুয়ারি) সকা‌লে আলীকদম ব‌্যাটা‌লিয়‌নের সদর প্রাঙ্গনে ৫৭‌বি‌জি‌বি’র কমান্ডার লে. ক‌র্নেল মো. ইফ‌তেখার হো‌সেন প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে শীতবস্ত্র বিতরণ ও রোগী‌দের বিনামূ‌ল্যে সহায়তা দেন।

এসময় স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় দুস্থ অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী ৭৫০টি পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ২৫০টি কম্বল, ২৫০টি শাড়ি ও ২৫০টি লুঙ্গি বিতরণ করা হয়। এছাড়া ২৫০ জনের অধিক স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

আলীকদম ৫৭‌বি‌জি‌বির কমান্ডার লে. ক‌র্নেল ব‌লেন, অত‌্যান্ত দুর্গম এলাকা হওয়া স‌ত্ত্বেও প্রতিষ্ঠার পর থেকে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) আলীকদমসহ থানচি সীমান্তে বিভিন্ন সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ ক‌রে আস‌ছে। স্থানীয় জনগণের উপর আস্থা রেখে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে ৫৭ বি‌জি‌বি।

শীতবস্ত্র বিতরণ ও মেডিক্যাল ক্যাম্পেইন এর সময় ৫৭‌বি‌জি‌বির কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপ‌স্থিত ছি‌লেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন