আল হিলালে যাওয়ার কারণ জানালেন নেইমার
পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদোর পর সবচেয়ে বড় ট্রান্সফার ঘটিয়ে ফেলল সৌদি আরব। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার জুনিয়রকে যুক্ত করল তারা। আল হিলালে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, এই সময়ে ৩০ কোটি ইউরোর বেশি বেতন পাবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি তিনি। তবে অর্থ নয়, তাকে সৌদি আরবে আসার পেছনে উদ্বুদ্ধ করেছে বৈশ্বিক খেলোয়াড় হওয়ার আকাক্সক্ষা। তাইতো এবার আল-হিলালে নতুন চ্যালেঞ্জ নিতে চান নেইমার। একই সঙ্গে লিখতে চান নতুন ইতিহাস।
আগামী ১৯ আগস্ট আল হিলালের জার্সিতে অভিষেক হতে পারে নেইমারের। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ক্লাবটির সঙ্গে চুক্তি করেন তিনি। দলবদল সম্পন্ন হওয়ার পর তিনি ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে যাওয়ার কারণ জানান, ‘আমি ইউরোপে অনেক অর্জন করেছি, বিশেষ সময়গুলো উপভোগ করেছি। কিন্তু আমি সবসময় একজন বৈশ্বিক খেলোয়াড় হতে চেয়েছিলাম এবং নতুন নতুন জায়গায় নতুন চ্যালেঞ্জ ও সুযোগের সামনে নিজেকে পরীক্ষা করতে চেয়েছিলাম।’
সৌদি আরবে নতুন ইতিহাস গড়তে চান নেইমার ‘আমি নতুন ক্রীড়া ইতিহাস লিখতে চাই। সৌদি প্রো লিগে এই মুহূর্তে প্রাণবন্ত ও দারুণ সব খেলোয়াড় আছে। আমি শুনেছি এবং জানতে পেরেছি যে গত কয়েক বছরে সৌদি আরবে খেলা অনেক ব্রাজিলিয়ান খেলোয়াড়ের লম্বা তালিকায় যুক্ত হলাম। আমি বিশ্বাস করি এই জায়গা ঠিক আছে।’
ইউরোপিয়ান ফুটবলে ১০ বছর কাটিয়ে অসংখ্য সাফল্য পেয়েছেন, গোলও এসেছে। একই ধারাবাহিকতা সৌদি আরবেও থাকবে বিশ্বাস নেইমারের, ‘আল হিলাল চমৎকার ভক্তদের নিয়ে গড়া একটি বড় ক্লাব এবং এশিয়ার সেরা। এটাই আমাকে অনুভূতি দিয়েছে যে, এই ক্লাবে আসার সিদ্ধান্ত সঠিক। আমি জিততে ও গোল করতে ভালোবাসি। সৌদি আরবে আল হিলালের সঙ্গে একই কাজ করে যাওয়ার লক্ষ্য আমার।’