ইউরোপীয় ইউনিয়ন মার্কিন পণ্যে পাল্টা শুল্ক স্থগিত করল


ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বলেছেন, আলোচনার পথ খোলা থাকলে সেটিই আগে কাজে লাগাতে চায় ইউরোপীয় ইউনিয়ন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বেশির ভাগ দেশের পণ্যের ওপর উচ্চহারের নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করতেই মার্কিন পণ্যেও ‘পাল্টা’ শুল্ক চাপানোর চিন্তা-ভাবনা থেকে আপাতত পিছু হটেছে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ)।
যুক্তরাষ্ট্রের বাজারে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর ট্রাম্পের সিদ্ধান্তের জবাবে বুধবার ইউরোপের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন।
এই শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল আগামী মঙ্গলবার থেকে। কিন্তু এর মধ্যেই বুধবার ট্রাম্প ঘোষণা দেন, চীন ছাড়া সব দেশের পণ্যের ওপর উচ্চহারের নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখা হচ্ছে।
ট্রাম্পের এই ‘ইউ-টার্নের’ জবাবে ইউরোপীয় ইউনিয়নও পাল্টা শুল্ক চাপানোর ভাবনা থেকে ৯০ দিনের জন্য সরে এল। পারস্পরিক শুল্কের বিষয়ে এই সময়টিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বৃহস্পতিবার বলেছেন, আলোচনার পথ খোলা থাকলে সেটিই আগে কাজে লাগাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সেকারণে ইউরোপীয় বাজারে মার্কিন পণ্যের উপর প্রস্তাবিত শুল্ক আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
তবে উরসুলা এও জানিয়ে দিয়েছেন যে, আলোচনা সন্তোষজনক না হলে আবার এই পাল্টা শুল্ক আরোপ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
২৭ জাতির জোট ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের তিন দফা শুল্ক তীরের ধাক্কায় পড়েছে। প্রথমত, সব পণ্যে ২০ শতাংশ শুল্ক, দ্বিতীয়ত গাড়ি রপ্তানির ওপর ২৫ শতাংশ শুল্ক এবং তৃতীয়ত, স্টিল ও অ্যালুমিনিয়ামে ২৫ শতাংশ শুল্ক।
সবশেষের ২৫ শতাংশ শুল্ক কার্যকর ট্রাম্প আপাতত স্থগিত করলেও গাড়ি শিল্পে শুল্ক তুলে নেননি এবং সব দেশের পণ্যে আরোপ করা প্রাথমিক ১০ শতাংশ শুল্কও বহাল রেখেছেন।