ইতালিকে হারিয়ে ফাইনালে স্পেন


নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার মতো দ্বিতীয় সেমিফাইনালও কি অতিরিক্ত সময়ে যাচ্ছে? এই প্রশ্ন মনে উঁকি দিতেই বদলি খেলোয়াড় জোসেলু জাল কাঁপালেন। ভাগ্যে পাওয়া গোলে স্পেনকে নেশনস লিগের ফাইনালে তুললেন তিনি।
বৃহস্পতিবার (১৫ জুন) ইতালিকে ২-১ গোলে সেমিফাইনালে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে স্পেন।
গতবার ফ্রান্সের কাছে ফাইনালে হারা স্পেন শিরোপার আক্ষেপ ঘুচাতে এবার পাচ্ছে ক্রোয়েশিয়াকে। ইতালি ও নেদারল্যান্ডস খেলবে ব্রোঞ্জ মেডেলের জন্য।
স্পেন তিন মিনিটের মধ্যে ডিফেন্সিভ ভুলের সুযোগ নিয়ে এগিয়ে যায়। ইয়েরেমি পিনো ঠাণ্ডা মাথায় গোল করেন। কিন্তু দ্রুত গোল শোধ দেয় ইতালি। অভিষিক্ত রবিন নরম্যান্ড বক্সের মধ্যে হ্যান্ডবিল করলে ১১ মিনিটে পেনাল্টি পায় তারা। সিরো ইমমোবিল দুই বছরে প্রথম গোল করেন।
দুই দলই জয়ের জন্য গোলের দেখা পেতে মরিয়া ছিল। রদ্রির শট দুই ডিফেন্ডারের গায়ে লেগে বল পড়ে গোলমুখ থেকে চার গজ দূরে থাকা জোসেলুর সামনে। ভুল করেননি তিনি, ৮৮ মিনিটের ওই গোল গড়ে দেয় পার্থক্য।

















